সর্বশেষ পরলোকগত সাহাবি, তাবিয়ি, ও তাবি-তাবিয়ি

সর্বশেষ পরলোকগত সাহাবি, তাবিয়ি, ও তাবি-তাবিয়ি 


সর্বশেষ যে সাহাবি দুনিয়া ছেড়ে যান তিনি হলেন আবুত তুফাইল আমির ইবন ওয়াসিলা আল-লাইসি (রাদিআল্লাহু আনহু)। তিনি ১১০ হিজরি সালে ১০৭ বছর বয়সে মক্কায় মৃত্যুবরণ করেন। 


সর্বশেষ যে তাবিয়ি মৃত্যুবরণ করেন তিনি হলেন খালাফ ইবনু খালিফা আল-কুফি আল-মুআম্মার (রাহিমাহুল্লাহ)। ১৮১ হিজরি সনে শতাধিক বছর বয়সে তিনি বাগদাদে মৃত্যুবরণ করেন। ৭ বছর বয়সে তিনি সাহাবি আমর ইবন হুরাইস (রা.)-এর সান্নিধ্য লাভ করেন।


সর্বশেষ মৃত্যুবরণকারী তাবি-তাবিয়ি হলেন আল-হাসান ইবন আরাফা আল-আবদি আল-বাগদাদি (রাহিমাহুল্লাহ)। ইরাকের সামাররা'য় তিনি ২৫৭ হিজরি সালে ইন্তেকাল করেন। তখন তার বয়স হয়েছিল ১১০ বছর।


(বুখারি, তারিখুল কাবির, ৩/১৯৪, ৬/৪৪৬; যাহাবি, তারিখুল ইসলাম,৪/৮৪৫-৮৪৬, ৬/৬৬-৬৭)


রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন: "সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। তারপর এর পরের যুগ। তারপর এর পরের যুগ।" [ বুখারি, ৬০৬৫; মুসলিম; ২৫৩৩] 


[তথ্যগুলো একটা ইংরেজি লেখা থেকে সংগৃহীত]

Comments