আয়শা আল-বাউনিয়্যা ও তাঁর 'আল-মুন্তাখাব'
আয়শা আল-বাউনিয়্যা ও তাঁর 'আল-মুন্তাখাব'
আয়শা আল-বা'উনিয়্যা (মৃ. ৯২৩ হি.) ছিলেন হিজরি ৯/১০ম শতকের একজন বিদূষী মহিলা—আলিমা, যাহিদা, সুফি শাইখা, ফকিহা, কবি ও সাহিত্যিক। বিশেষত নবি মুহাম্মাদ সা. এর প্রশংসায় তাঁর লেখা কবিতাগুলোর জন্য তিনি পরিচিত। তাছাড়া সুলুক/তাসাউউফের উপর তাঁর অনেক বই আছে। তিনি ডজনখানেকের উপর বই লিখেছেন। মূলত বিশ শতকের আগে আরবি ভাষায় মহিলাদের মধ্যে কেউ তাঁর চেয়ে বেশি লেখেননি।
তাঁর বইগুলোর মধ্যে বিশেষ পরিচিত হলো 'আল-মুন্তাখাব ফি উসুলির রুতুব ফি ইলমিত তাসাউউফ' নামক সুলুক বিষয়ক একটি গ্রন্থ। এই বইয়ে তিনি তাওবা, ইখলাস (নিষ্ঠা), যিকর ও মাহাব্বাহ (ভালোবাসা)—সুলুকের এই চারটি বিষয়/মাকাম নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তাঁর মতে এই চারটি মাকাম সুলুক নামক বৃক্ষের মূল। প্রতিটি মাকামের ক্ষেত্রে তিনি সবার আগে কুরআনের প্রাসঙ্গিক আয়াত ও রাসুলুল্লাহর হাদিসগুলো উল্লেখ করেছেন। এরপর উল্লেখ করেছেন বিখ্যাত বিভিন্ন শাইখের সারগভীর বাণী। জুড়ে দিয়েছেন অনেক কবিতা।
বইটির ইংরেজি অনুবাদ 'The Principles of Sufism'. অনুবাদ করেছেন Th. Emil Homerin. এছাড়া তিনি আয়শা আল-বাউনিয়্যাহর একটি চমৎকার জীবনীও রচনা করেছেন, 'Aisha al-Ba'uniyya: A Life in Praise of Love' নামে যা প্রকাশিত হয়েছে।
Comments
Post a Comment