হুমায়ূন আহমেদের ধর্মবোধ
কোনো লেখকের বিভিন্ন বই পড়ার সময় সেসব বইয়ের প্রকাশের সাল খেয়াল রাখার চেষ্টা করি। এতে লেখকের লিখনশৈলী বা চিন্তাধারার পরিবর্তন-বিবর্তন বোঝা যায়।
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের অনেক বই-ই পড়া হয়েছে। তাঁর ব্যাপারে আমার পর্যবেক্ষণ হলো: '৮০ বা '৯০-এর দশকে তাঁর লেখা বইগুলোর মধ্যে কিছুটা সুক্ষ্ম সন্দেহবাদের প্রকাশ দেখা যায়। কিন্তু তার পরবর্তী বইগুলোর মধ্যে ইসলামের প্রতি টান বা অন্তত ইতিবাচক কথাবার্তা লক্ষ্য করা যায়।
আমার পর্যবেক্ষণ ঠিক কিনা সেটা নিশ্চিত নই। ঠিক বলেই আমার বিশ্বাস। তাছাড়া তিনি মৃত্যুর মাওলানা মুহিউদ্দিন খান ধারা প্রভাবিত হয়েছিলেন। একটা সিরাতের বই লেখার প্রকল্পও হাতে নিয়েছিলেন। কিন্তু শেষ করে যেতে পারেননি।
অনেকে দেখেছি উনার পূর্ববর্তী লেখা পড়ে উনাকে 'নাস্তিক' ঘোষণা করে। এটা অবশ্যই ঠিক হবে না। তাছাড়া বানানো গল্প-উপন্যাস থেকে ধর্মবিশ্বাস বের করার চেষ্টাও অর্থহীন ।
২৮.১০.২০২১ (সম্পাদনা: ১৩.৮.২০২২)
Comments
Post a Comment