'আরবি ভাষা অভিযান: কেন শিখবেন? কীভাবে শিখবেন?'
বই: আরবি ভাষা অভিযান: কেন শিখবেন? কীভাবে শিখবেন?'সংকলন: মুহাম্মাদ সাজেদুল ইসলাম
সম্পাদনা: মাসুদ শরীফ
প্রকাশনী: ইলহাম
“আরবি শেখার পর থেকে রামাদানে তারাউইর সালাতে কুরআন তিলাওয়াত শোনাটা অনেকটা কনফারেন্সে গিয়ে লেকচার শোনার মতো হয়ে গিয়েছে। পার্থক্য হলো কনফারেন্সের কথাগুলো হয় মানুষের, আর তারাউইর সালাতে স্বয়ং আল্লাহর ভাষণ শোনা হয়।”
আমাদের দেশে বর্তমানে অনেকে আরবি শিখছেন, শেখার চেষ্টা করছেন। আরবি ভাষার শেখার এই অভিযানে যারা যাত্রা করেছিলেন তাদের অনেকেই এখন পৌছে গেছেন গন্তব্যে। অনেকে গন্তব্যের মধ্যপথে, অনেকে আবার সবে যাত্রা শুরু করেছেন। এদের মধ্যে কেউ কেউ যাত্রাপথের প্রতিকূলতা দেখে পথচলা থামিয়ে দিয়েছেন। আবার অনেকে যাত্রার কথা ভাবছেন, কিন্তু যাত্রাপথের প্রতিবন্ধকতার কারণে তারা পথচলা শুরু করতে ভয় পাচ্ছেন।
বইটি মূলত যারা আরবি শিখছেন, শিখবেন বলে ভাবছেন কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, অথবা শুরু করেও থেমে গিয়েছেন তাদের জন্য। লিখেছেন একদল আরবি শিক্ষার্থী যারা সাধারণ ধারায় পড়াশোনা করেও পরিশ্রম করে শিখেছেন আরবি ভাষা।
বইটির তিনটি অংশ। প্রথম অংশের আলোচ্য বিষয় আরবি 'কেন শিখবেন'। আল্লাহ তাঁর সর্বশেষ ঐশীগ্রন্থ আল-কুরআনের ভাষা করেছেন আরবিকে। এই একটা কারণই আরবি শেখার জন্য যথেষ্ট। অনুবাদ পড়ে কুরআনের মর্ম পুরোপুরি বুঝা যায় না। কুরআন অনুবাদ করার মতো কোনো বই না। এর কারণ কুরআনের উৎকৃষ্ট সাহিত্যমান। পাশাপাশি নবি মুহাম্মাদ ﷺ -এর কথামালা এবং ইসলামি জ্ঞানভান্ডারের আকর গ্রন্থগুলো আরবিতেই রচিত। তাই ইসলামি জ্ঞানার্জন করতে হলে আরবি শেখার কোনো বিকল্প নেই।
আমাদের সালাতে মনোযোগ থাকেনা। এর কারণ আমরা সালাতে কী বলছি না-বলছি তা নিজেরাই বুঝিনা। আরবি শিখলে সালাতে কী বলছি তা বুঝা যাবে, ফলে মনোযোগ ধরে রাখা যাবে। বিনয়-নম্রতার সাথে রবের সামনে দাঁড়াতে পারবেন।
পাশাপাশি আরবি বর্তমান পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষাগুলোর একটি। পৃথিবীতে ৪২ কোটি মানুষ আরবিতে কথা বলেন। পুরো মুসলিম বিশ্বেই আরবির বিশেষ গুরুত্ব রয়েছে।
দ্বিতীয় অংশে বলা হয়েছে আরবি শেখার উপায় সম্পর্কে। অনলাইন-অফলাইনের বিভিন্ন রিসোর্সের সন্ধান দেয়া হয়েছে। আরবি শেখার পথে যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো জয় করার উপায় বলা আছে এই অংশে।
তৃতীয় অংশে আরবি শেখার পথে সফল অভিযাত্রীদের গল্প বর্ণিত হয়েছে। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে তাঁরা আরবি ভাষা শিখেছেন। সঞ্চিত করেছেন বিপুল অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন তাঁরা, যেন আমাদের কাজে লাগে সেই অভিজ্ঞতা।
বইটি পড়ে আমি উপকৃত হয়েছি। আশা করি আরবি শেখার পথে চলার ক্ষেত্রে বইটি আপনাদেরও উৎসাহ যোগাবে, গাইডলাইন দেবে।
Comments
Post a Comment