আত্মশুদ্ধির শত ধাপ



৫ম হিজরি শতকের একজন গুণী দুনিয়াবিরাগী আলিম ছিলেন শাইখুল ইসলাম খাজা আবদুল্লাহ আল-আনসারি আল-হারাউই (রহিমাহুল্লাহ) ৷ তিনি তাসাউউফ/তাযকিয়া তথা আত্মশুদ্ধির উপর রচনা 'মানাযিল আস-সায়িরিন' নামক অসাধারণ এক গ্রন্থ। এতে তিনি আলোচনা করেছেন আত্মশুদ্ধি অর্জনের পথ, বাতলে দিয়েছেন শত উপায়। সেই বইয়েরই ব্যাখ্যাগ্রন্থ হিসেবে মনিষী ইবনুল-কায়্যিম আল-জাওযিয়্যা (রহিমাহুল্লাহ) রচনা করেন তাঁর কালজয়ী গ্রন্থ—'মাদারিয আস-সালিকিন'।

'মানাযিল আস-সায়িরিন' বইটিকে ইংরেজিতে ভিডিও সিরিজে ব্যাখ্যা করেছেন শাইখ হাতেম আল-হাজ। ব্যাখ্যা করতে তিনি মূলত নির্ভর করেছেন ইবনুল-কায়্যিম রচিত 'মাদারিয' গ্রন্থের উপর। এর পাশাপাশি বইটি অনুবাদ করে সুবিন্যস্তভাবে সাজিয়ে রেখেছেন ওয়েবসাইট হিসেবে। যেকেউ চাইলে সেখান থেকে ভিডিও দেখতে পারবে, পড়তে পারবে বইটি। আল-হারাউই বইটি সাজিয়েছেন দশটি অংশে। প্রতিটি অংশে ১০ টি করে মোট ১০০ 'মানযিল' তথা স্টেশন রয়েছে। প্রতিটি স্টেশনে আলোচনা করা হয়েছে আত্মশুদ্ধির বিভিন্ন বিষয় সম্পর্কে। যেমন: তাওবা, আত্ম-জিজ্ঞাসা, তাদাব্বুর, আশা ও ভয় ইত্যাদি। সবগুলো বিষয় শাইখ হাতেম আল-হাজ তাঁর শতাধিক পর্বের ভিডিওতে ব্যাখ্যা করেছেন—যা এখনো চলমান।

উল্লেখ্য, শাইখ হাতেম আল-হাজ তুলনামূলক ফিকহ বিষয়ে আল-জিনান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। তিনি মিশকাহ ইউনিভার্সিটির কলেজ অব ইসলামিক স্টাডিজের ডিন, পাশাপাশি অ্যাসোসিয়েন অব আমেরিকান মুসলিম জুরিস্টস-এর সদস্য। ইসলামের বিভিন্ন বিষয়ে কয়েকটি বই লিখেছেন তিনি।

'মানাযিল আস-সায়িরিনে'র উপর উনার দারস ও গ্রন্থটির অনুবাদ পাবেন এই ওয়েবসাইটে-

(উনার ইংরেজি উচ্চারণ কিছুটা অস্পষ্ট। প্রথমে বুঝতে কিছুটা সমস্যা হতে পারে। তবে শুনে শুনে সয়ে গেলে আর সমস্যা হবে না। হেডফোন ব্যবহার করলে শুনতে সুবিধা হবে।)

Comments