অন্তরে রাসুলুল্লাহর জন্য ভালোবাসার চারা রোপণের উপায়

সিরাহ, শামায়িল আর সুন্নাহর গ্রন্থসমূহ পড়ে অন্তরে রাসুলুল্লাহ ﷺ-এর জন্য ভালোবাসার চারা রোপণ করা যায়। এছাড়াও তাঁর প্রতি ভালোবাসা সৃষ্টির আরো উপায় আছে। যেমন:

যখনই আপনি কোনো রহমদিল, সদাচারী, ন্যায়বান, ধার্মিক, জ্ঞানী কিংবা সুদর্শন লোকের মুখোমুখি হবেন, তখন মাথায় রাখবেন, রাসুলুল্লাহ ﷺ ছিলেন আরো বেশি রহমদিল, সদাচারী, ন্যায়বান, ধার্মিক, জ্ঞানী এবং আরো বেশি সুদর্শন।

একইভাবে আপনি যখনই মুসলিম বিদ্বানদের জীবনবৃত্তান্ত পড়বেন—সেটা হতে পারে ইবনুল মুবারাক, ইবনু তাইমিয়াহ কিংবা শাইখ ইবনু বাযের জীবনী। আপনি যদি তাঁদের ধার্মিকতার কোনো ঘটনায় মুগ্ধ হন, তবে জেনে রাখুন, রাসুলুল্লাহ ﷺ ছিলেন আরো অনেক অনেক গুণ বেশি ধার্মিক।

আবার আপনি যখন মুসলিম মুজাহিদদের বীরত্ব ও সাহসিকতার বয়ান পড়েন—সেটা হতে পারে উমার ইবনুল খাত্তাব, সালাহউদ্দিন আইয়ুবি কিংবা উমার মুখতারের জীবনকাহিনি। তখন মনে রাখবেন, রাসুলুল্লাহ ﷺ ছিলেন তাঁদের চেয়ে আরো অনেক বেশি সাহসী ও নির্ভীক। 

আর আপনি যদি নিচের চেহারাগুলো এবং তাঁদের হাসির প্রেমে পড়ে যান, তাহলে কল্পনা করুন—রাসুলুল্লাহ ﷺ কতটা সুদর্শন, কতটা চিত্তাকর্ষক ছিলেন! কতটা রাজকীয় ছিল উজ্জ্বল মুখশ্রী! কতটা সুন্দর ছিল তাঁর মায়াবী মুখের হাসি!


লেখা: শাইখ নাবিল নিসার শেইখ

অনুবাদ: শাহরিয়ান নাজিম শিহাব

Comments