ইসলামে মতপার্থক্যের শিষ্টাচার বনাম আমরা
মতভেদ এক জিনিস, আর মতভেদের কারণে ঝগড়া করা আরেক জিনিস। সাহাবিগণ, তাঁদের পর আমাদের সর্বজনশ্রদ্ধেয় ইমামগণের মধ্যেও বিভিন্ন বিষয়ে অনেক মতপার্থক্য ছিল। কিন্তু তাঁরা এক্ষেত্রে মতপার্থক্যের শিষ্টাচার লঙ্ঘন করতেন না। কারণ তাঁদের মতভেদের উদ্দেশ্য ছিল সত্য খোঁজা, নিজের কিংবা নিজের উস্তাযের মতের তাঁবেদারি করা না। তাই তাঁরা যখন নিজের মতের ভুল বুঝতে পারতেন, তখন নির্দ্বিধায় বিশুদ্ধতর মত গ্রহণ করতেন। সেই বিশুদ্ধ মত কার কাছ থেকে আসছে তা নিয়ে তাঁরা মাথা ঘামাতেন না। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা ফিকহের সুক্ষ্ম বিষয়াদি নিয়ে মারামারি-ঝগড়াঝাটি করি, একে অন্যকে মসজিদ থেকে বের করে দেই(!)। এসবের কারণ জ্ঞানের অভাব আর মতপার্থক্যের শিষ্টাচার সম্পর্কে অজ্ঞতা ছাড়া আর কিছু না।
[পড়ছিলাম ড. তাহা জাবির আল আলওয়ানি (রহিমাহুল্লাহ) রচিত 'The Ethics of Disagrement in Islam'. মনে হলো বইয়ের কিছু সারকথা শেয়ার করা উচিত।]
Comments
Post a Comment